পুরাতন কুষ্টিয়া গ্রামের সঠিক কোন ইতিহাস পাওয়া যায় নাই। প্রচালিত তথ্য হতে জানা যায় এই অঞ্চলে প্রচুর পাঠ হতো পাঠকে স্থানীয় চাষীরা কোষ্টা বলতো আর অনেকের ধারনা এর থেকে কুষ্টিয়া শব্দের উৎপত্তি। সম্ভবত ১৮০০ সালের গোড়ার দিকে পুরাতন কুষ্টিয়াতে স্টীমার ঘাট ছিল। পদ্মা নদী দিয়ে স্টীমার চলাচল করত। তখন রেলপথ ও হার্ডিং ব্রীজ তৈরী হয় নি। এখানে একটি নদী বন্দর ছিল। পাঠ বেচা কেনা হত। পরিবহন হত স্টীমারে। ১৯২১ সালে স্কুলটি স্থাপ্তিত হওয়ার পর পাঠদান হতো ১ম শ্রেণি থেকে ৬ষ্ট শ্রেণি পর্যন্ত। এখন বর্তমানে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত পাঠ দান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস